৮ ইঞ্চি ব্যাসের ফ্লপিডিস্ক |
১৯৬০ খ্রিষ্টাব্দের দিকে ৮ ইঞ্চি ব্যাসের প্রথম ফ্লপি ডিস্কের উন্নয়ন করেছিল আইবি্এম কোম্পানি। তবে এই পণ্যটি বাজারজাত করেছিল ১৯৭১ খ্রিষ্টাব্দে। ১৯৭৬ খ্রিষ্টাব্দে শুটগার্ড এসোসিয়াটেস বাজারে উপস্থাপন করে- ৫.২৫ ব্যাসের ফ্লপিডিস্ক। এই নতুন ডিস্ক ধীরে ৮ ইঞ্চি ব্যাসের ডিস্কের জায়গা দখল করে নেয়। সে সময়ের ৫.২৫ ব্যাসের ফ্লপিডিস্কে তথ্য রাখা যেতো ৩৬০ কিলোবাইট। এরপর দ্বিপার্শি্বক ও দ্বিগুণ তথ্য সংরক্ষণ উপযোগী ডিস্ক উন্নয়ন করা হয়। এর নামকরণ করা হয়েছিল Double-Sided Double-Density (DSDD ।
আইবিএমের ১.৪৪ মেগাবইটের ৩.৫ ইঞ্চি ব্যাসের ফ্লপিডিস্ক |
১৯৭৪ খ্রিষ্টাব্দে আইবিএম PC-AT
মডেলের দ্বিপার্শ্বিক ফ্লপি বাজারজাত করে।
কিন্তু এই ফ্লপিডিস্ক ততটা জনপ্রিয়তা পায় নি। এরপর ১৯৮৬ খ্রিষ্টাব্দের আইবএ্ম ১.৪৪
মেগাবইটের ৩.৫ ইঞ্চি ব্যাসের ফ্লপিডিস্ক বাজারজাত করে। এই ফ্লপি ডিস্ক যথেষ্ঠ জনপ্রিয়তা
লাভ করেছিল। ১৯৬৮ খ্রিষ্টাব্দে ২.৮৮ মেগাবাইটের ফ্লপিডিস্ক বাজারজাত করেছিল। কিন্তু
বাণিজ্যক ফ্লপিডিস্ক সফলতা পায় নি।
গোড়ার দিকে ফ্লপিডিস্ক থেকে অপারেটিং সিসটেম পরিচালনা করা হতো। এছাড়া অনেক
ব্যবহারিক সফটওয়্যরও ফ্লপি থেকে চালানো হতো। তবে দীর্ঘদিন ধরে এমএস ডসের মতো অপারেটিং
সিসটেম ফ্লপিতে সংরক্ষণ করা হতো। ধীরে ধীরে অপারেটিং সিসটেম ও অন্যান্য সফটঅয়্যারের
আকার বড় হয়ে যাওয়ার ফলে ফ্লপিডিস্ক ব্যবহারে অসুবিধার সৃষ্টি হয়ে পড়ে। পরে সিডিরম
এবং ডিভিড রমের ব্যবহার শুরু হলে- সফটওয়্যার সংরক্ষণের জন্য ফ্লপির ব্যবহার বন্ধ হয়ে
যায়।
কম্পিউটারে ফ্লফি ডিস্ক ড্রাইভারের জন্য পৃথক দুটি ড্রাইভ A এবং B নির্ধারিত ছিল।
ফ্লপিডিস্কের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমানে এই দুটি ড্রাইভ অকেজো অবস্থায়
রয়ে গেছে।