এ/বি সুইচিং বক্স
A/Bswitching box
এটি এক ধরনের সুইচিং বক্স বিশেষ। এই সুইচের সাহায্যে দুই বা ততোধিক
কম্পিউটারের মধ্যে কার্যক্রম ভাগাভাগি করা হয়। মূলত উপাত্ত আদান –প্রদানের সুবিধার্থে এই সুইচ ব্যবহৃত হয়, এই কারণে অনেক সময় একে এ/বি উপাত্ত সুইচ বলা হয়। সুইচের কার্যক্রম প্রোগ্রামের সাহায্যে বা মানুষের প্রত্যক্ষ পরিচালনার দ্বারা সম্পন্ন হতে পারে।