A+ (এ-প্লাস)
এ-প্লাস (A-Plus) নামক একটি প্রক্রিয়ার সংক্ষিপ্ত নাম হলো- A+

এই প্রক্রিয়াটির উন্নয়ন করেছিল– Computing Technology Industry Association (CompTIA) নামক একটি বড় সংগঠন। এই সংগঠন কম্পিউটারের সংস্থাপন, পরিচর্যা, সাধারণভাবে ব্যবহৃত কম্পিউটারের পরিচালন সংক্রান্ত বিষয়সহ নানাবিধ বিষয়ের পরীক্ষা পরিচলনা করে এবং পরীক্ষার ফলাফল অনুসারে সনদপত্র পত্র প্রদান করে থাকে। এই পরীক্ষা দুটি ধাপে গ্রহণ করা হয়। এর প্রথম ধাপের পরীক্ষায় রয়েছে
হার্ডঅয়্যার, সফ্‌ট্‌অয়্যার এবং সাধারণ ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় কিছু বিষয়। দ্বিতীয় ধাপে পরীক্ষা নেওয়া হয়– কোন সুনির্দিষ্ট কম্পিউটার পরিচালন পদ্ধতির উপর। এছাড়া এই সংগঠন তথ্য সংরক্ষণ ও নেটওয়ার্ক সংক্রান্ত বিষয়ের উপরেও এরা পরীক্ষাগ্রহণ করে থাকে।