এবিসি
ABC
কিছু শব্দের শব্দের সংক্ষেপ 
	১. 	Acronym for Atanasoff-Berry Computer
	-এর সংক্ষেপ। 
	এটি হলো প্রথম ইলেক্ট্রনিক ডিজিটাল কম্পিউটার।
	১৯৪২ খ্রিষ্টাব্দে 
	Iowa State University
	-এর ক্লিফফোর্ড বেরি 
	 (Clifford Berry)
	এবং জন এ্যটানসফ 
	(John Atanasoff)।
	২. এর পুরো নাম হলো
Acronym for automatic brightness control
।
এটি একটি বৈদ্যুতিন বর্তনী বিশেষ।
এই বর্তনী মনিটরের আলোকময় অংশের উজ্জ্বলতার হ্রাস-বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
৩.
এটি একটি আদেশ বা অনুজ্ঞাবাচক কম্পিউটার ভাষা।
এই ভাষা কোন কর্মকৌশলন ভাষার সমকক্ষ নয়।
কিন্তু তারপরেও একে মিথস্ক্রিয়, 
পরিকাঠামোগত উচ্চস্তরের ভাষার মর্যাদা দেওয়া 
হয়।