পরিত্যক্ত সফটওয়্যার 
Abandonware
কম্পিউটার পরিমণ্ডলে ব্যবহৃত পরিভাষা। 
কোনো তৈরিকৃত 
    		
সফ্ট্অয়্যার
 বিপণন রহিত করা হয়েছে এবং ক্রেতা-সাধারণের জন্য এই 
    		
সফ্ট্অয়্যারের
 কোন প্রকার কৌশলগত সমর্থন দেওয়া হয় না,
এরূপ বাতিল হিসাবে বিবেচিত  
    		
সফ্ট্অয়্যারকে '
পরিত্যক্ত সফটঅয়্যার' 
বলা হয়। যে কোন পুরানো  
    		
সফ্ট্অয়্যারের
 ক্ষেত্রে পরিভাষাটি ব্যবহার করা হলেও, 
পুরানো কম্পিউটার গেমের ক্ষেত্রে এই পরিভাষাটি সর্বাধিক ব্যবহার করা হয়ে থাকে।