ATM এটিএম
ইংরেজি Automated teller machine সংক্ষেপে ATM

এটি একটি বৈদ্যুতিন টেলিযোগাযোগ ডিভাইস। এই ডিভাইসটি যা কোনো ব্যক্তির পরবর্তেত (কোষাধক্ষ বা কেরানি) নিজেই কোনো আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আর্থিক লেনদেনে সহায়তা করে থাকে।

এই যন্ত্রের প্রথম ধারণা দিয়েছিলেন স্কটল্যান্ডের জন শেফার্ড ব্যারন। তিনি চকলেট ভেন্ডিং মেশিন (চকলেট বিক্রি কারার স্বয়ংক্রিয় যন্ত্র) দেখেই এটিএম তৈরি করার কথা ভাবেন। তাঁর এই ভাবনা থেকে ব্যাঙ্কে এটিম বুথ চালু করার উদ্দেশ্যে গবেষণা শুরু হয়। এই গবেষণার সূত্রে উদ্ভাবিত এটিএম যন্ত্র, ১৯৬৭ খ্রিষ্টাব্দের ২৭ জুন লন্ডনে বার্কলেস ব্যাংকের এনফিল্ড শাখায় প্রথম স্থাপন করা হয়। সে সময়ে যন্ত্রটি পিন (পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার) নম্বরের ভিত্তিতে কাজ করতো।

এই মেশিনে প্রথমে ব্যাংক কর্তৃক প্রদেয় সুনির্দিষ্ট গ্রাহক সঙ্কেত দেওয়া হয়। এরপর যন্ত্রটিতে ব্যাংক থেকে সরবারাহকৃত এটিম কার্ড কার্ড প্রবেশ করলে, যন্ত্রটি পিন নম্বর চায়। একই সাথে গ্রাহককে টাকার অঙ্ক লিখতে হয়। গ্রাহকের প্রদেয় পিন নম্বর প্রদান করলে, ওই নম্বরটি সত্যাসত্য যাচাই করে এবং ব্যাংকের এটিএম এর সুইচে যায়। তারপর সেখান থেকে শনাক্ত হলে প্রাথিত টাকা মেশিন প্রদান করে।

বর্তমানে ব্যাংকের লেনদেনকে আরো সহজ করার জন্য এটিএম এর পাশাপাশি সি আর এম (ক্যাশ রিসাইকেল মেশিন) ব্যবহার করা হয়। এসেছে। যার সাহায্যে টাকা উত্তোলন ছাড়াও জমা দেয়া যাবে।