সিডি, কম্প্যাক্ট ডিস্ক
প্রচলিত নাম
compact disc (CD)
চিত্র ও দৃশ্যভিত্তিক তথ্যাদি ডিজিটাল
পদ্ধতিতে সংরক্ষণ বা তা থেকে শ্রাব্য-দৃশ্য অংশ উপস্থাপনের
প্রযুক্তিগত একটি উপকরণ। এর
আকার গোলাকার। সাধারণত ব্যাস প্রায় ১২০ মি.মি. বা ৪.৭ ইঞ্চি। এতে প্রায় ৭০০ মেগাবাইট (৭০০×২^২০ বাইট) তথ্য সংরক্ষণ করা যায়।
এর দেহকাঠামো তৈরি হয়ে থাকে পলিকার্বোনেট প্লাস্টিক দিয়ে। এর ওজন ১৪-৩৩ গ্রাম।
এর তথ্য লিখন-পঠন অংশ থাকে এক পার্শ্ব। অপর পৃষ্ঠায় থাকে, কাগজে মুদ্রিত লেবেল।
সিডির তথ্য সংরক্ষণ এলাকায় থাকে পাতলা এলুমুনিয়াম বা স্বর্ণ স্তর।
১৯৮২ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে সনি ও ফিলিপ্স প্রথম সিডির তৈরির কার্যক্রম শেষ করে
এবং ১৯৮২ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে তা প্রদর্শনের ব্যবস্থা করে প্রদর্শন করে।
তখন এর নাম দেওয়া হয়েছিল Digital Audio
Compact Disc । পরে এর নাম দেওয়া হয়- (CD-ROM)।