ইন্টেল ৪০০০৪ মাইক্রোপ্রোসেসের


intel 4004

 এক নজরে intel 4004

প্রস্তুতকারক: Intel
মডেল: P4004
ঘড়ি গতি: 740KHz
প্রকৃতি: 4004
তথ্য কোড: 8036
প্রকাশকাল: 1971
ট্র্যানজিস্টর: 2300
প্যাকেজ: 16 PDIP
নকশা: 4 Bit
ব্যবহারিক উদ্দেশ্য: Calculators

ইন্টেল ৪০০৪ মাইক্রোপ্রোসেসর
 Intel 4004 Microprocessor
ইন্টেল নামক কোম্পানির তৈরি আদি মাইক্রোপ্রোসেরের নাম ।

১৯৬৮ খ্রিষ্টাব্দে রবার্ট নয়েস
, এ্যান্ডি গ্রোভ এবং গর্ডন মুর সম্মলিতভাবে প্রতিষ্ঠা করেন ইন্টেল নামক একটি প্রতিষ্ঠান। ১৯৬৯ খ্রিষ্টাব্দের দিকে ইন্টেল ডির‌্যাম তৈরি করা শুরু করে। এই সময় জাপানি নিপ্পন ক্যালকুলেটিং ম্যাশিন কর্পোরেশন-এর Busicom 141-PF printing calculator -এর জন্য ইন্টেল প্রথম মাইক্রোপ্রোসেসরের নকশা তৈরি করে। এই নকশাটি উপস্থাপন করেন- টেড হফ। পরে এই নকশা অনুসারে একটি প্রোসেসরের চূড়ান্ত রূপ দান করেন- ফেডেরিকো ফাগ্গিন (Federiko faggin) এবং স্ট্যান মেজর (Stan Mazor)। এই প্রোসেসরটি নির্মাণে সার্বিক সহায়তা করে Busicom- এর Masatoshi Shima

ইন্টেলের ইঞ্জিনয়ারদের নকশায় চারটি চিপ যুক্ত করে। এর সম্মিলিত নাম দেওয়া হয়েছিল MCS-4এর সাথে রম (read-only memory (ROM) যুক্ত করা হয়। এই চিপসমূহকে তথ্য প্রক্রিয়াকরণের সুবিধা প্রদানের জন্য র‌্যাম (random-access memory (RAM) ব্যবহারের সুবিধা দেওয়া হয়। একই সাথে ইনপুট/আউটপুট সুবিধা প্রদানের জন্য শিফট-রেজিস্টার চিপ যুক্ত করা হয়। আর সম মিলিয়ে যে প্রোসেসরটি তৈরি হয়, তার নাম দেওয়া হয়- intel 4004। ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৫ই নভেম্বর, ইন্টেল চূড়ান্তভাবে 4004 প্রোসেসরটি জনসমক্ষে উপস্থাপন করে। এই তারিখটিই হলো ইন্টেলের মাইক্রোপ্রোসেসরের জগতের  আবির্ভাবকাল।

এটি ছিল ৪-বিটের। এর ঘড়ি-গতি ছিল ৭৪০ কিলোহার্টজ। সকেট পদ্ধতির এই প্রোসেসরটির পিন ছিল ১৬টি। এতে ব্যবহার করা হয়েছিল ১০ মাইক্রোন মাপের ২৩,০০০টি ট্র্যানজিস্টর।

৭০ দশকের গোড়ার দিকে অবশ্য মটোরোলা ৬৮০০ নামে একটি প্রোসেসর তৈরি করেছিল। তবে তা ব্যাপক গ্রহণযোগ্যতা লাভে ব্যর্থ হয়। ইন্টেলের এই মাইক্রোপ্রোসেসরটি ক্যালকুলেটরের যে ক্ষমতা প্রদান করেছিল, তা ১৯৪৬ সালে তৈরিকৃত দানবাকৃতির এ্যানিয়াক- কম্পিউটারের মানের। ইন্টেল এই প্রোসেসরের বিপুল বাণিজ্যিক সম্ভাবনার কথা বিবেচনা করে- জাপানী কোম্পানিটির কাছ থেকে এই প্রোসেসরটির স্বত্ব কিনে নেয় ৬০
,০০০ ডলারের বিনিময়ে। ১৯৭২ খ্রিষ্টাব্দে পায়োনিয়র মহাকাশযানে এই প্রোসেসরটি ব্যবহার করা হয়েছিল। ১৯৮১ খ্রিষ্টাব্দে পর্যন্ত ইন্টেল বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে তৈরি করেছে।


সূত্র:
http://www.intel.com/content/www/us/en/history/museum-story-of-intel-4004.html