মডেম
Modem

ইংরেজি Modulation Demodulation -এর মুণ্ডুমাল শব্দ হলো- Modem । এটি একটি বৈদ্যুতিন যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে ডিলিজটাল সঙ্কেতকে এ্যানলগ সঙ্কেতে রূপান্তর করে। এই প্রক্রিয়াকে বলা হয় মডুলেশান (Modulation) । আর মডুলেশান-কৃত সঙ্কতেকে আবার এ্যানলগে ফিরিয়ে প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশান (Demodulation) । প্রথমটি ইথারনেট Modem যা কম্পিউটার নেটওয়ার্ক কার্ডে প্লাগ হয়, দ্বীতৃয়টি ওয়্যারলেস Modem।

তথ্য আদান-প্রদানের যখন কোনো ব্যবহারকারী যখন কোনো ডিজিটাল পদ্ধতিতে সঙ্কেত প্রেরণ করে, তখন অপর প্রান্তের মডেম ওই সঙ্কেতকে এ্যানালগ সঙ্কেত পরিণত করে। এই সঙ্কেত কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াজাত হয় এবং তা ডিজিটাল সঙ্কেতে পরিণত হয়ে ব্যবহারকারীর কাছে পৌঁছায়।