মডেম
Modem 
ইংরেজি 
Modulation Demodulation
-এর মুণ্ডুমাল শব্দ হলো- 
Modem 
। এটি একটি বৈদ্যুতিন যন্ত্র। 
এই যন্ত্রের সাহায্যে ডিলিজটাল সঙ্কেতকে এ্যানলগ সঙ্কেতে রূপান্তর করা
যায়। এই প্রক্রিয়াকে বলা হয় মডুলেশান
(Modulation)
। আর মডুলেশান-কৃত সঙ্কতেকে আবার এ্যানলগে 
ফিরিয়ে প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশান 
(Demodulation)
।
প্রথমটি ইথারনেট Modem যা কম্পিউটার নেটওয়ার্ক কার্ডে প্লাগ হয়,  
দ্বিতী য়টি ওয়্যারলেস Modem। 
ততথ্য আদান-প্রদানের  জন্য  যখন কোনো ব্যবহারকারী কোনো ডিজিটাল পদ্ধতিতে সঙ্কেত প্রেরণ করে, তখন অপর প্রান্তের
মডেম ওই সঙ্কেতকে এ্যানালগ সঙ্কেত ে  পরিণত করে। এই সঙ্কেত কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াজাত হয় এবং তা ডিজিটাল সঙ্কেতে 
পরিণত হয়ে ব্যবহারকারীর কাছে পৌঁছায়।