নেটওয়ার্ক
Network

ইংরেজি
net শব্দের অর্থ জাল। জালের গঠন প্রকৃতি অনুসারে কর্ম বা কর্মক্ষেত্রে বিন্যাসকে নেটওয়ার্ক বলা হয়। জলের সুতোগুলো নির্দিষ্ট দূরত্বে গিট দিয়ে গিট দিয়ে বিস্তার লাভ করে। এ সূত্রে জালের প্রতিটি অংশ প্রতিটি অংশের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। একটি বিশেষ্য উদ্দেশ্য সামনে রেখে যখন বিভিন্ন কর্মক্ষেত্রগুলোর পরস্পরের মধ্যে যোগসূত্র তৈরি করা হয় তখন নেটওয়ার্কের সৃষ্টি হয়। ধরা যাক পাঁচটি পৃথক কৃষিফার্ম পারস্পরিক স্বার্থে এমনভাবে সংঘবদ্ধ হলো যে, এরা সর্বক্ষেত্রে পর্সপরের সহায়ক হবে সামগ্রিক কর্মকাণ্ডে প্রতিটি কৃষিফার্ম এর অংশভাগী হবে। এই ব্যবস্থার মধ্য দিয়ে একটি নেটওয়ার্ক সৃষ্টি হবে। এরূপ হতে পারে চিকিৎসার নেটওয়ার্ক, শিক্ষা নেটওয়ারক ইত্যাদি। অপরাধ জগতে এরূপ এরূপ নেটওয়ার্ক গড়ে ওঠে সংগোপনে। এই নেটওয়ার্ক হতে পারে মাদকদ্রব্যের, চোরাচালানের, নারীপাচারের। এই জাতীয় নেটওয়ার্কের সামগ্রকিক কাজকর্মকে বলা হয়ে র্যাকেট।

আধুনিক তথ্যজগতে তথ্য আদানপ্রদানের কাজ সংঘটিত হয়
কম্পিউটারের মাধ্যমে। এই নেটওয়ার্ককে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক।