এ.কে.এম. আব্দুল ‌আজিজ
(১৯২২-১৯৮২ খ্রিষ্টাব্দ)
গীতিকার।

প্রকৃত নাম এ.কে.এম আব্দুল আজিল হলেও সাধারাণভাবে আব্দুল আজিজ বা আজিজ নামে পরিচিত ছিলেন।

১৯২২ খ্রিষ্টাব্দের ২৮ ডিসেম্বর জয়পুর হাট জেলার দাদরাজন্তী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম নাছির উদ্দীন। পেশায় চিকিৎসক ছিলেন। মায়ের নাম জোবেদা খাতুন।

পারিবারিক সিদ্ধান্ত অনুসারে তিনি গ্রামের মাদ্রাসায় শিক্ষাগ্রহণ করেন। পরে তিনি জয়পুরহাটের খঞ্জনপুর হাইস্কুলে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯৩৯ খ্রিষ্টাব্দে মেট্রিক পাশ করেন। এরপর রাজশাহী সরকারী কলেজ থেকে ১৯৪১ খ্রিষ্টাব্দে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৪৩ খ্রিষ্টাব্দে একই কলেজ থেকে বিএ পাশা করেন।

১৯৪৪ খ্রিষ্টাব্দে তিনি তাঁর পিতার প্রতিষ্ঠিত তেঘর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।

১৯৪৪ খ্রিষ্টাব্দের শেষের দিকে তিনি কলকাতায় ফুড ইন্সপেক্টর পদে যোগদান করেন। কলকাতায় থাকার সময় তিনি ভবানীপুর  'গীতবিতান' সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি হন। এই স্কুলের সুবাদে তাঁর সাথে সঙ্গীতগুরু গিরিজা শঙ্কর চক্রবর্তীর সাথে পরিচয় হয়ে। ১৯৪৫ খ্রিষ্টাব্দ থেকে এই গুরুর কাছে সঙ্গীতের বিশেষ পাঠ গ্রহণ করেন। এরপর শাস্ত্রীয় সঙ্গীতের উচ্চতর পাঠ নেন পণ্ডিত সুখেন্দু গোস্বামীর কাছে।

১৯৪৬ খ্রিষ্টাব্দে আকাশবাণী কলকাতা কেন্দ্র সঙ্গীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। এই বছরেই রিজিয়া বেগনের সাথে তাঁর বিবাহ হয়।

১৯৪৭ খ্রিষ্টাব্দে পাক-ভারত বিভাজনের কারণে জয়পুরহাটে ফিরে আসেন।
১৯৪৮ খ্রিষ্টাব্দে তদানীন্তন পাকিস্তানে নবগঠিত আনসার বাহিনী গঠিত হলে, তিনি মহকুমা আনাসার এ্যাডজুটেন্ট  পদে চাকরি শুরু করেন।

১৯৪৯ খ্রিষ্টাব্দের ৩ আগষ্টে  তিনি ঝিনাইদহ আনসার অফিসে যোগদান করেন।
১৯৫০ খ্রিষ্টাব্দের ২০ এপ্রিল পর্যন্ত ঝিনাইদহে ছিলেন।
১৯৫০ খ্রিষ্টাব্দের  ২৬ এপ্রিল, বদলী হয়ে চাঁদপুরে আসেন।
১৯৫১ খ্রিষ্টাব্দে তিনি প্রথম ঢাকা বেতারকেন্দ্রে প্রথম সঙ্গীত পরিবেশন করেন।
১৯৫২ খ্রিষ্টাব্দের ১৮ সেপ্টেম্বর চাঁদপুরের কর্মস্থল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলী হন। ব্রাহ্মণবাড়িয়ায় তিনি কাজে যোগদান করেন । ১৯৫২ খ্রিষ্টাব্দের ২৩ সেপ্টেম্বর। এখানে থাকাবস্থায় তিনি ওমেশচন্দ্র রায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। ১৯৫৬ খ্রিষ্টাব্দে রংপুরে বদলী হওয়ার পূর্বকাল পর্যন্ত তিনি এই গুরুর কাছে খেয়াল গানের তালিম নেন।

এপর তিনি বিভিন্ন মহকুমা ও জেলায় বদলী হয়েছেন। যেমন-

১৯৮২ খ্রিষ্টাব্দের ২ মার্চ মৃত্যুবরণ করেন।

আব্দুল আজিজের পুত্রকন্যা

আব্দুল আজিজের রচিত গানের সংগ্রহ
সূত্র :