আবদুল হাকিম
(১৬২০ -১৬৯০ খ্রিষ্টাব্দ)
মধ্যযুগের বাঙালি কবি।

১৬২০ খ্রিষ্টাব্দে চট্টাগ্রামের সম্দ্বীপের সুধারামপুরে গ্রামে জন্মগ্রহণ করেন। কারো কারো মতে নোয়াখালী জেলার সুধারামের বাবপুরে জন্মগ্রহণ করেছিলেন। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন। হাদীস, আল-কুরআন, ফেকাহ প্রভৃতি শাস্ত্র এবং রামায়ণ, মহাভারত ও পুরাণ সম্পর্কেও তাঁর গভীর পাণ্ডিত্য ছিল।

তাঁর রচিত কাব্যগ্রন্থ হলো