আব্দুল ওদুদ, কাজী
১৮৯৪-১৯৭০
একজন বাঙালি প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক, নাট্যকার ও জীবনীকার ছিলেন।
১৮৯৪ খ্রিষ্টাব্দে ৪ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশায় উপজেলার একটি নিম্ন - মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
পিতার নাম কাজী সৈয়দ সগীরুদ্দিন হোসেন।
১৯১৩ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন । তারপর তিনি কলকাতার
প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করেন। পরে অর্থনীতিতে এমএ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
১৯১৬ খ্রিষ্টাব্দে তিনি তার চাচার বড় মেয়ে জামিলা খাতুনকে বিয়ে করেন।
১৯২০ খ্রিষ্টাব্দে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ শিক্ষক হিসেবে যোগদান করেন।
১৯২৬ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা করেন। এই সময় তিনি কিছু তরুণ লেখকদের সঙ্গে নিয়ে তরুণদের ভিতর বুদ্ধির মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেন ।
১৯৫১ খ্রিষ্টাব্দে শিক্ষকতা থেকে অবসর করেন। এরপর তিনি শিক্ষামূলক গবেষণা কর্মে আত্মনিয়োগ করেন।
১৯৫৪ খ্রিষ্টাব্দে তাঁর স্ত্রী জামিলা খাতুন মৃত্যুবরণ করেন।
১৯৭০ খ্রিষ্টাব্দের ১৯শে মৃত্যুবরণ করেন।
উল্লেখযোগ্য গ্রন্থাবলি:
শাশ্বত বঙ্গ
মির পরিবার (গল্প) ১৯১৮, পথ ও বিপথ (নাটক) ১৩৪৬,
আজাদ (উপন্যাস) ১৯৪৮,
নদীবক্ষে (উপন্যাস) ১৯৫১। এছাড়া তাঁর সম্পদনায় প্রকাশিত হয়েছিল 'ব্যবহারিক শব্দকোষ'।