এ্যান্টোনি হেনরি বেকয়েরেল (Antoine Henri Becquerel)
(১৫ই ডিসেম্বর, ১৮৫২ - ২৫শে আগস্ট, ১৯০৮)

একজন ফরাসি পদার্থবিদ। তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তিনি ১৯০২ খ্রিষ্টাব্দে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। সাধারণভাবে হেনরি বেকয়েরেল নামে পরিচিত।

১৮৫২ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বর তারিখে ইনি ফ্রান্সের রাজধানী প্যারিস জন্মগ্রহণ করেন। এঁর পিতার নাম-এ. ই. বেক্য়রেল। ইনি ইকোল পলিটেকনিক বিদ্যালয় থেকে বিজ্ঞান এবং École des Ponts et Chaussées-এ প্রকৌশল বিদ্যায় ধ্যয় করেন।

১৮৯২ খ্রিষ্টাব্দে বেকেরেল তাঁর পরিবারের ফ্রান্সের জাতীয় ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে পদার্থবিদ্যা বিভাগের সম্মানিত আসনে অধিষ্টিত হন। ১৮৯৪ খ্রিষ্টাব্দে তিনি ফরাসি সরকারের সেতু ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর পদ লাভ করেন।

১৮৯৬ খ্রিষ্টাব্দে বেকেরেল ইউরেনিয়ামের লবণের উপর গবেষণা করার সময় ঘটনাচক্রে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। উল্লেখ্য উইলহেল্‌ম্ রন্টজেন-এর একটি ব্যাবহারিক পরীক্ষণ চালাতে গিয়ে, ইনি পটাসিয়াম ইউরেনাইল সালফেট নামক খনিজ পদার্থকে আলোকচিত্রের প্লেটে লেপে দেন এবং এর উপরে কালো বর্ণের আচ্ছাদন দেন। যাতে পরে তিনি  সূর্যালোকে পরীক্ষা চালাতে পারেন। কিন্তু, আসল পরীক্ষণ চালাবার আগে ইনি দেখতে পান যে, তাঁর আলোকচিত্রের প্লেটগুলো কোনো কারণে পরিবর্তিত হয়ে গেছে। ই ঘটনার সূত্র ধরে বিভিন্ন ধরনের পরীক্ষা শুরু করেন। অবশেষে ১৯০৩ খ্রিষ্টাব্দে তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য মেরি কুরি ও পিয়েরে কুরির সাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

১৯০৮ খ্রিষ্টাব্দে, মৃত্যুর পূর্বে তিনি ফরাসি বিজ্ঞান একাডেমীর স্থায়ী সম্পাদক নির্বাচিত হন।
১৯০৮ খ্রিষ্টাব্দের ২৫শে আগষ্ট তারিখে ইনি মৃত্যুবরণ করেন।

সম্মাননা
১. ১৯০২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
২. তাঁর নামানুসারে তেজস্ক্রিয়তার এস্‌আই একক বেকেরেল
(Bq) এর নামকরণ করা হয়। চাঁদ ও মঙ্গল গ্রহের দুইটি খাত (Crater) এর নাম ও তাঁর নামানুসারে রাখা হয়।