অচ্ছান মহারাজ
কত্থক নৃত্য শিল্পী

বিখ্যাত সঙ্গীতিক পরিবারে অচ্ছান মহারাজের জন্ম। তাঁর পিতার নাম কলিকা প্রসাদ। তাঁর অপর দুই ভাইয়ের নাম লচ্ছু মহারাজ এবং শম্ভু মহারাজ।

অচ্ছান মহারাজ পিতা কলিকা প্রসাদ ও বড় চাচা বিন্দাদীন প্রসাদের কাছে শিক্ষা লাভ করেন। তিনি সব ধরনের নাচেই পারদর্শী ছিলেন। তবে তবে কৃষ্ণলীলা বিষয়ক নৃত্যই ছিল তার প্রধান উপজীব্য। তিনি উত্তর ভারতের বিভিন্ন রাজদরবারের নৃত্যশিল্পী হিসেবে ছিলেন। এই সূত্রে তিনি দীর্ঘদিন রায়গর রাজদরবারে কাটান। ১৯৬০ খ্রিষ্টাব্দের ২০শে মে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর সুযোগ্য পুত্র বিরজু মহারাজ পু্র্বপুরুষদের নাম অম্লান রেখেছে।