আজু গোস্বামী
বাংলা গানের গীতিকার। এঁর অন্যান্য নাম অযোধ্যারাম গোস্বামী, অচ্যুতানন্দ গোস্বামী।

আজু গোস্বামীর জন্ম ও মৃত্যুকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। দুর্গাদাস লাহিড়ি তাঁর  'বাঙালির গান' গ্রন্থে 
রামপ্রসাদ সেনের [১৭২০-১৭৭৫ খ্রিষ্টাব্দ (আনুমানিক)] সমসাময়িক হিসেবে উল্লেখ করেছেন। এই গ্রন্থ থেকে জানা যায়, তিনি ব্যঙ্গপটু ও সুরসিক ছিলেন। রামপ্রসাদ সেনের অনেক গানের তিনি পাল্টা গান রচনা করেছিলেন। এই গ্রন্থে আজু গোস্বামীর মাত্র দুটি গান পাওয়া যায়। গান দুটি হলো-


গ্রন্থসূত্র: