অকিঞ্চন দাস

বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়-ভুক্ত প্রাচীন কবি। ধারণা করা হয় তিনি খ্রিষ্টীয় ১৭শ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- শ্রীচৈতান্যভক্তিরসাত্মিকা, শ্রীচৈতান্যভক্তিবিলাস, ভক্তিরসালিকা, ভক্তিরসচন্দ্রিকা প্রভৃতি। এছাড়া রামানন্দ রায় রচিত জগন্নাথবল্লভ-নাটকের বাংলা অনুবাদ করেছিলেন। অকিঞ্চন দাস নামে একজন পদকর্তার কয়েকটি পদও আছে। তবে উভয় ব্যক্তি একজনই কি না, এ নিয়ে বিতর্ক আছে।
সূত্র :