অক্ষয়চন্দ্র সরকার
(১৮৪৬-১৯১৭ খ্রিষ্টাব্দ)
উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম কবি।

১৮৪৬ খ্রিষ্টাব্দে হুগলির চুঁচুড়াতে জন্মগ্রহণ করেন। এঁর পিতার নাম গঙ্গাচরণ সরকার। ১৮৬৮ খ্রিষ্টাব্দে আইন পাশ করার পর তিনি বহরমপুরে ওকালতি শুরু করেন। পরে তিনি চুঁচুড়াতে ওকালতি করেন।

ছাত্রাবস্থায়তে তিনি বঙ্কিমচন্দ্রের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় লেখা শুরু করেন। ১৮৭৩ খ্রিষ্টাব্দে চুঁচুড়া থেকে সাধারণী নামেএকটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা শুরু করেন। এই পত্রিকার উদ্দেশ্য ছিল সমকালীন রাজনীতি এবং হিন্দুসমাজের ভিত্তি দৃঢ়ীকরণ। এরপর তিনি নবজীবন নামে অপর একটি পত্রিকা প্রতিষ্ঠা করেন। বঙ্গীয় সাহিত্য সম্মিলনের ষষ্ঠ অধিবেশনের মূল সভাপতি, বঙ্গীয় সাহিত্য সহ-সভাপতি ও ভারতসভার প্রথম যুগ্ম-সম্পাদক ছিলেন।

রচিত গ্রন্থাবলি :
সূত্র :