আমিনুর হোসেন খান
(১৯৩২-১৯৭৭ খ্রিষ্টাব্দে)
এস্রাজ শিল্পী
১৯৩২ খ্রিষ্টাব্দের ব্রাহ্মণবাড়িয়া
জেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নায়েব আলী খান।
শৈশব থেকে তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। সঙ্গীতে তাঁর হাতে খড়ি হয় ওস্তাদ আয়েত
আলী খানের কাছে। তিনি মূলত এস্রাজ এস্রাজ বাদন শেখেন। কথিত আছে তিনি প্রতিদিন প্রায়
১০ ঘণ্টা রেওয়াজ করতেন। শিক্ষাজীব্ন শেষ করে তিনি ঢাকা রেডিওতে এস্রাজ বাদক হিসেবে যোগদান করেন। পরে তিনি
চট্টগ্রাম বেতার কেন্দ্রের নিজস্ব শিল্পী হিসেবে যোগদান করেন। এরপর তিনি
টেলিভশনে আমৃত্যু এস্রাজ-বাদক হিসেবে নিয়োজিত ছিলেন।
১৯৭৭ খ্রিষ্টাব্দে তিনি ব্লাড ক্যান্সারে মৃত্যুবরণ করেন।
বিবাহিত জীবনে তিনি তিন কন্যা ও এক পুত্রের জনক ছিলেন