এ্যানাক্সিমিনিস্
গ্রিক Άναξιμένης>ইংরেজি 
Anaximenes>বাংলা এ্যানাক্সিমিনিস্।
গ্রিক দার্শনিক।

আনুমানিক
৫৮৫ খ্রিষ্টপূর্বাব্দে গ্রিস জন্মগ্রহণ করেছিলেন। প্রাক্‌-সক্রেটিস যুগের মাইলেসীয়ান দার্শনিক। ইনি  মাইলেসীয় স্কুলে শিক্ষাগ্রহণ করেন। এই স্কুলে তিনি শিক্ষক হিসাবে পান এ্যানাক্সিম্যান্ডারকে। মূলত স্কুলের সূত্রে এ্যানাক্সিম্যান্ডার তাঁর শিক্ষক হলেও, ব্যক্তি জীবনে ছিলেন বিশিষ্ট বন্ধু।  'বাতাসই সকল কিছুর উৎস' এই মতবাদের জন্য তিনি বিখ্যাত । এই ক্ষেত্রে তাঁর পূর্ববর্তী দার্শনিক থেলিস (Thales)-এর সাথে তাঁর মতবিরোধ ছিল। কারণ থেলিস মনে করতেন যে, পানিই সকল কিছুর উৎস। পক্ষান্তরে তাঁর গুরু এ্যানাক্সিম্যান্ডার মনে করতেন- সকল কিছুর আদি উৎস হবে অসীম (boundles)।

খ্রিষ্টপূর্ব ৫২৮ অব্দে মৃত্যবরণ করেন।