আনোখেলাল
প্রখ্যাত তবলাবাদক।

১৯২৬ খ্রিষ্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম বুদ্ধুপ্রসাদ মিশ্র।

শৈশবে তাঁর বাবা-মা মারা যায়। দারিদ্রতার মধ্যে পিতামহের কাছে প্রতিপালিত হন। মাত্র ছয় বছর বয়সে তিনি কাশীর বিখ্যাত তবলিয়া পণ্ডিত ভৈরব প্রসাদ মিশ্রের কাছে তবলা শেখা শুরু করেন এবং একটানা ১৫বছর তালিম নেন। 

কোলকাতার অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলনের পক্ষ থেকে ১৯৫৩ খ্রিষ্টাব্দে তাকে 'সঙ্গীত-রত্ন' উপাধীতে ভূষিত করা হয়। ১৯৫৬ খ্রিষ্টাব্দে অসুস্থতার জন্য, তিনি ভারতের প্রতিনিধি হিসাবে রাশিয়া যাবার সুযোগ হারান। তাঁর পরিবর্তে শ্রীশামতা প্রসাদ রাশিয়া যান। তাঁর মৃত্যুর প্রায় দেড় বছর আগে পায়ের ক্ষত রোগ হয়। সময় মত চিকিৎসা না করায় তাতে পরে পচন ধরে। প্রথমে পাটনা মেডিকেল কলেজে তাঁকে ভর্তি করা হয় এবং পরে কাশী বিশ্ববিদ্যলয়ের অন্তর্গত শ্রীসুন্দরলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর পায়ের একটি আঙ্গুল কেটে ফেলা হয়।

১৯৫৮ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ মৃত্যুবরণ করেন। তিনি দুই পুত্র ও এক কন্যার জনক ছিলেন।