because through the truth, I am eternal truth.If you do not recognize God, at least recognise His sign, I am the creative truth —Ana al-Haqq—,
অর্থাৎ, "যদি আল্লাহকে নাই চিনতে পারো,
তাহলে কমপক্ষে তার নিদর্শনকে তো চেনো। আমিই সৃজনশীল সত্য- আনাল হাক্ক, কারণ সত্যের
ভিতর দিয়ে আমিই পরম সত্য।
তৎকালীন শরিয়ত পন্থী এবং সুফিবাদীরা মনুসরকে
শয়তানের অনুসারী, যাদুকর, ধোকাবাজ ইত্যাদি দ্বারা অপমান করা শুরু করে এবং শেষ
পর্যন্ত খলিফা মুক্তাদির বিল্লাহের দরবারে তাঁরা নালিশ করেন। বিচারালয়ে তিনি একই ভাবে
বলেন 'আনাল হাক'। এরপর বিচারে তাঁর ১১ বছরের কারাবাস হয়।
এরপর ৯২২ খ্রিষ্টাব্দের ২৬শে মার্চ জনসমক্ষে তৎকালীন সরকারি বিচারকদের নির্দেশে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ড অত্যন্ত নির্মমভাবে সম্পন্ন হয়েছিল। হত্যার আগে তাঁকে এক হাজার
বেত্রাঘাত করা হয়। এরপর তাঁর হাত-পা কাটা হয়। পরে তাঁর মুণ্ডু কাটা হয়। পরে তাঁর
দেহ পুড়িয়ে তার ছাই দজলা নদীতে ফেলে দেওয়া হয়। আর তাঁর মুণ্ডু ইরাকের একটি সাঁকোর
উপর দুই দিন ঝুলিয়ে রাখা হয়েছিল।