অঞ্জলি রায়
১৯২৯-২০০৩ খ্রিষ্টাব্দ
নজরুল সঙ্গীতের শিল্পী।

কুমারী জীবনে তাঁর নাম ছিল অঞ্জলি মুখোপাধ্যায়। সুধাংশু কুমার রায়ের সাথে বিবাহ হওয়ার পর, তার নাম হয় অঞ্জলি রায়।

১৯২৯ খ্রিষ্টাব্দে ঢাকাতে জন্মগ্রহণ করেন। পিতার নাম সত্যেন মুখোপাধ্যায়।
তিনি রাগ সঙ্গীতের তালিম নেন চিন্ময় লাহিড়ীর কাছে। এরপর তিনি আব্দুল আহাদের কাছে গান শেখেন।

১৯৩৯ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বেতারের উদ্বোধনের সময় তিনি শিশু শিল্পী হিসেবে সঙ্গীতে অংশগ্রহণ করেন।

১৯৬৪ খ্রিষ্টাব্দে সঙ্গীতশিল্পী হিসেবে টেলিভিশনের সাথে যুক্ত হন।
১৯৭২ খ্রিষ্টাব্দের দিকে তিনি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে নজরুল সঙ্গীতের শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে তিনি দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন, হিমাংশু দত্তের গানও শিখিয়েছেন।

১৯৮৩ থেকে ১৯৮৬ খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময় পর্যন্ত ছায়নটের তৎকালীন অধ্যক্ষ সনজীদা খাতুনের অনুপস্থিতে, তিনি ছায়ানট বিদ্যায়তনের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

২০০৩ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।

স্বামীর নাম:
সুধাংশু কুমার রায়।

সন্তানাদি:
আশিষ রায়, মণিষ রায় ও তাপস রায়। তাঁর একমাত্র কন্যার নাম শিখা ভৌমিক।