আনন্দগিরি
খ্রিষ্টীয় নবম শতাব্দীর সুপণ্ডিত। তিনি শঙ্করাচার্যের শিষ্য ছিলেন। তিনি শঙ্করাচার্যের ভাবনাকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করেছিলেন। এই গ্রন্থের নাম 'শঙ্কর দিগ্বিজয়'। তিনি সূত্রভাষ্য, উপনিষদ্ভাব্য গ্রন্থাদির টীকা তৈরি করেছিলেন।