আরকুম শাহ
(১৮৭৭-১৯৪১ খ্রিষ্টাব্দ)

প্রখ্যাত বাউল কবি ও শিল্পী।

১৮৭৭ খ্রিষ্টাব্দে সিলেট জেলার দক্ষিণ ধার খিত্তা পরগণার ধরাধরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি বাউল দর্শনে অনুপ্রাণিত হন। তিনি শাহ আবদুল লতিফ নামক একজন পীরের কাছে দীক্ষা নেন। কথিত আছে এই পীরের কাছে তিনি বাতেনি-মারাফতের জ্ঞান লাভ করেছিলেন।

তবে বাউল গানের পাশাপাশি অন্যান্য নানা ধরনের গান রচনা করে সিলেট অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।  ১৯৪০ খ্রিষ্টাব্দে তাঁর একমাত্র গানের সংকলন 'হকিকতে সিতারা' প্রকাশিত হয়। এক সময় তাঁর রচিত 'কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে, ফুলে পাইলা ভ্রমরা/ময়ুর বেশেতে সাইজন রাধিকা' গানটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিল।

১৯৪১ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।

প্রতি বছর হযরত আরকুম আলী'র ভক্তেরা দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামে তাঁর মাজারে সমবেত হয়। প্রতি বছরই ওরশ পালিত হয়।