অসঙ্গ
বৌদ্ধ যোগাচার দর্শনের প্রথম আচার্য।
আনুমানিক ৩৫০ খ্রিষ্টাব্দে তৎকালীন গান্ধারের রাজধানী পুরুষপুরের (বর্তমানে
পাকিস্তানের পেশোয়ার) এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর কনিষ্ঠ ভ্রাতা
বসুবন্ধু সম্মিলিতভাবে বৌদ্ধা যোগাচার দর্শন প্রচার করেন। এই দর্শনের প্রথম আচার্য
অসঙ্গকে এবং দ্বিতীয় আচার্য বসুবন্ধু স্বীকৃতি লাভ করেন।
অসঙ্গ 'অভিধর্মকোষ'-সহ বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থে তিন বৌদ্ধধর্মের
সর্বাস্তিবাদের সুশৃঙ্খল মতবাদ প্রদান করেন। তিনি বৌদ্ধধর্মের বিজ্ঞানবাদ দর্শন
নিয়ে আলোচনা করেছিলেন তাঁর
‘যোগাচারভূমিবস্তুসংগ্রহণী’ বা যোগাচার ভূমিশাস্ত্র গ্রন্থে। এই গ্রন্থে তিনি
যোগাচার নিয়ে বৌদ্ধ সদাচার এবং ধর্মতত্ত্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। অসঙ্গ
তাঁর রচনাসমূহে সাধনমার্গের উপর বেশি গুরুত্ব দিয়েছেন।
এছাড়া তিনি রচনা করেছিলেন 'মহাযান
সূত্রালঙ্কার' এবং মহাযান সম্পরিগ্রহশাস্ত্র'।
সূত্র: