ভীমরাও শাস্ত্রী

গোয়ালিয়র গন্ধর্ব বিদ্যালয়ের একজন কৃতি ছাত্র। ১৯১৩-১৪ খ্রিষ্টাব্দের দিকে তিনি শান্তিনিকেতনে আসেন এবং সেখানে ভারতীয় রাগ-সঙ্গীতের শিক্ষক হিসেবে পাঠদান শুরু করেন। কণ্ঠসঙ্গীতের পাশাপাশি তিনি তবলা ও পাখোয়াজের পাঠদানও করতেন। শান্তিনিকেতনে সঙ্গীতভবন প্রতিষ্ঠার পর, তিনি সেখানে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯২৩ থেকে ১৯২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত সঙ্গীতভবনের অধ্যক্ষ হিসেবে ছিলেন।

শান্তিনিকেতনে থাকার সময় রবীন্দ্রসঙ্গীতের সাথে পরিচিত হন এবং তিনি বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি তৈরি করেন।
'সঙ্গীত গীতাঞ্জলি' নামে তাঁর স্বরলিপি সংকলন প্রকাশিত হয়েছিল ১৯২৭ খ্রিষ্টাব্দে।

এছাড়া বাংলা বর্ণে কিছু হিন্দি গান রচনা করেন। এ সকল গান পরে দুই খণ্ডে প্রকাশিত হয়। তিনি বিদ্যায়তনের শিক্ষার উপযোগী করে,  পণ্ডিত ভাতখণ্ডেজীর অনুসরণে ভারতীয় রাগসঙ্গীতের একটি গ্রন্থ প্রণয়ন করেন। এই গ্রন্থটির নাম 'রাগেশ্রী'।