দাউদ খান কররানী
(১৫৭৩-১৫৭৬)
বাংলার সর্বশেষ স্বাধীন সুলতান। পিতার নাম সুলায়মান কররানী।
তাঁর পূর্ববর্তী সুলতান ছিলেন তাঁর বড় ভাই বায়েজীদ কররানী।
তাঁর জ্হানসুর ষড়যন্ত্রে নিহত হলে সুলায়মান কররানীর বিশ্বস্ত পারিষদবর্গের সমর্থনে তিনি বাংলার সিংহাসনে আরোহণ করেন। তিনি তাঁর ভাইয়ের স্বাধীন নীতি বজায় রেখেছিলেন। তিনি নিজ নামে খুতবা পাঠ এবং মুদ্রা প্রচলন করেন।