দেওয়ান রামদুলাল নন্দী
১৭৮৫-১৮৫২ খ্রিষ্টাব্দ
গীতিকার।

১৭৮৫ খ্রিষ্টাব্দে ত্রিপুরা জেলার অন্তর্গত কালীকচ্ছ গ্রামে জন্ম গ্রহণ করেন । তিনি বাংলা সংস্কৃত ও ফারসি ভাষা শিক্ষা গ্রহণ করার পর, ত্রিপুরা কালেক্টরীর মুন্সীর পদে যোগদান করেন। এরপর তিনি নোয়াখালি রাজস্ব এলাকার কালেক্টর হিসেবে কাজ করেন। এরপর সিলেট জেলার জজ আদালতে কিছুদিন সেরেস্তার কাজ করেন। শেষ জীবনে তিনি ত্রিপুরার মহারাজের দেওয়ান হিসেবে কাজ করেন।  এই সূত্রে তিনি দেওয়ান রামদুলাল নামে পরিচিতি লাভ করেন। ১৮৫২ খ্রিষ্টাব্দে তিনি পরলোক গমন করেন।

তিনি ধর্ম্মসঙ্গীত লিখে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত 'বাঙালির গান' গ্রন্থে এঁর ২০টি গান পাওয়া যায়।