দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
বাংলা ভাষার রচিত রূপকথা
'ঠাকুরমার
ঝুলি' গ্রন্থের সংকলক।
১৮৭৭ খ্রিষ্টাব্দে
(২ রা বৈশাখ, ১২৮৪ বঙ্গাব্দ) ঢাকা জেলার সাভার উপজেলার উলাইল গ্রামে
জন্মগ্রহণ করেন। তার
পিতার নাম রমদারঞ্জন মিত্র মজুমদার এবং মায়ের নাম কুসুমময়ী।
তিনি
তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার গ্রামাঞ্চল থেকে
শিশুতোষ লোককথা সংগ্রহ করে 'ঠাকুরমার ঝুলি'
নামে প্রকাশ করেন। গ্রন্থটি প্রথম
প্রকাশিত হয় ১৯০৬ খ্রিষ্টাব্দের কলকাতার 'ভট্টাচার্য এন্ড সন্স'
প্রকাশনা সংস্থা থেকে। এর ভূমিকা লিখে
দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
তিনি বাংলা ১৯৫৬ খ্রিষ্টাব্দে (১৬ই চৈত্র,
১৩৬৩ বঙ্গাব্দ) কলিকাতায়
মৃত্যুবরণ করেন।