দুর্বিন
শাহ্, মরমী সাধক
মরমী সাধক।
বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক সিমেন্ট ফ্যাক্টরী নিকটবর্তী দুর্বিন টিলায়
১৯২১ খ্রিষ্টাব্দে (১৫ কার্তিক, বাংলা ১৩২৭ বঙ্গাব্দ) জন্মগ্রহণ করেন। পিতার সফাৎ শাহ্ও (একজন আধ্যাত্মিক সাধক)।
দুর্বিন শাহ্ নিজে বহুবিধ গান লিখেছেন, সুর করেছেন এবং তিনি গেয়েছেন। ইনি বিবিধ ধরনের
গান রচনা করেছেন। তাঁর রচিত গানের প্রকরণের মধ্যে রয়েছে- আত্মতত্ত্ব, দেশাত্মবোধক,
প্রেমতত্ত্ব, বিরহ-বিচ্ছেদ, মারফতী, মুর্শিদী, জারি-সারি, ভাটিয়ালী ইত্যাদি। এর
গানের একাধিক সংকলন প্রকাশিত হয়েছে। তাঁর লেখা গানের সংখ্যা প্রায় দেড় হাজার।
দুর্বিন শাহ্ ১৯৬৮ খ্রিষ্টাব্দে ইস্টার্ন ফিল্ম ক্লাবের আমন্ত্রণে বৃটেনে সঙ্গীত
পরিবেশনের যান। সেখানে তিনি বাংলা, ইংরেজী, উর্দ্দু, ফার্সী ও আরবি ভাষায় গান
গেয়ে সবাইকে মুগ্ধ করেন। এখানে ইস্টার্ণ ক্লাবের পক্ষ থেকে তাঁকে 'জ্ঞানের সাগর'
উপাধিতে ভূষিত করা হয়। ২০০৪ খ্রিষ্টাব্দের ২১শে নভেম্বর বৃটেনে উদ্যাপিত হয় দুর্বিন শাহ্ লোক উৎসব ।
১৯৭৭ খ্রিষ্টাব্দের ১৫ই ফেব্রুয়ারি মরমী সাধক দুর্বিন শাহ্ ইহলোক ত্যাগ করেন। ছাতকের
ঐতিহাসিক দুর্বিন টিলার সাড়ে চার'শ ফুট উপরে সাধক বাবা সফাৎ শাহের মাজারের পাশে
চিরনিদ্রায় শায়িত রয়েছেন দুর্বিন শাহ্। তাঁর স্মরণে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের
১৮ এবং ১৯ তারিখে উরস অনুষ্ঠিত হয়ে থাকে।