গীতা দত্ত
(১৯৩০-১৯৭২ খ্রিষ্টাব্দ)
প্রখ্যাত কণ্ঠশিল্পী

১৯৩০ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর, তৎকালীন ফরিদপুরের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তখন তাঁর পৈত্রিক পদবী ছিল রায়চৌধুরী।

তাঁর বয়স যখন ১২ বৎসর, সেই সময় তিনি পিতা-মাতার সাথে বোম্বে (বর্তমান মুম্বাই) শহরে চলে আসেন। এখানে তাঁরা থাকতেন দাদার এ্যাপার্টমেন্টে। সে সময় সুরকার হনুমান প্রসাদ তাঁর গানে মুগ্ধ হন এবং ১৯৪৬ খ্রিষ্টাব্দে 'ভক্ত প্রহ্লাদ' ছবির কোরাস গানের ভিতর দুটি চরণ গাওয়ার সুযোগ করে দেন। এরই মধ্যে দিয়ে হিন্দি ছবির পরিচালকরা তাঁর কণ্ঠে মুগ্ধ হন। এই সূত্রে তিনি ১৯৪৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত 'দো ভাই' ছবিতে গান (মেরা সুন্দর সপনা বীত গয়া) গাওয়ার সুযোগ পান। 

এরপর থেকে ধীরে ধীরে হিন্দি ও বাংলা চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

১৯৭২ খ্রিষ্টাব্দের ২০শে জুলাই মৃত্যবরণ করেন।

শ্রবণ নমুনা: