গোবিন্দ অধিকারী
(১৮০০-১৮৭২ খ্রিষ্টাব্দ)

১৮০০ খ্রিষ্টাব্দে হুগলী জেলার কৃষ্ণনগরের নিকটবর্তী জাঙ্গীপাড়া গ্রামের জন্মগ্রহণ করেন। জাতিতে তিনি ছিলেন বৈষ্ণবশ্রেণিভুক্ত ব্রাহ্মণ।

শৈশবে স্থানীয় গুরুমহাশয়ের পাঠশালায় প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর হাওড়া জেলার ধুরখালি গ্রামের গোলকদাস অধিকারীর কাছে কীর্তন শেখেন। গোলকদাসের কীর্তন দলে কিছুদিন কীর্তন পরিবেশন করার পর, তিনি নিজেই একটি কীর্তনের দল তৈরি করেন। কিন্তু তাঁর কীর্তন দল বিশেষ খ্যাতি অর্জন করতে পারে নি। এই সময় তিনি কিছুদিন জগদীশ বন্দ্যোপাধ্যায়ের যাত্রাদলে 'ছোকরা' অভিনয় করে খ্যাতি লাভ করেন। এরপর তাঁর নিজের কীর্তন দলকেই যাত্রাদলে পরিণত করেন। এই দলের প্রথম যাত্রা ছিল 'কালীয়দমন'। তবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে 'রাধাকৃষ্ণের লীলা' যাত্রাদলে দূতীর ভূমিকায় অভিনয় করে। এরপর তিনি জাঙ্গীপাড়া ছেড়ে এসে কলকাতার নিকটস্থ শালিখায় নিজ যাত্রাদলের সাথে বসবাস করতে শুরু করেন। তিনি যাত্রার পাশাপাশি, কথক গানও করতেন। এছাড়া তাঁর পরিবেশনের বিষয় ছিল, তাঁর প্রধান শিক্ষা কীর্তন। সব মিলিয়ে তিনি প্রচুর খ্যতি লাভ করেন এবং ভূসম্পত্তি অধিকারী হন।  শেষ বয়সে তিনি জমিদারী ক্রয় করতে সক্ষম হয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য যাত্রা ছিল 'শুকসারীর পালা', চূড়া নূপুরের দ্বন্দ্ব'।  দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে তাঁর ৬৩টি গানের নমুনা পাওয়া যায়।
 


সূত্র :
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমি, এপ্রিল ২০১। পৃষ্ঠা: ৩২১-৩৩২।