গোঁজলা গুই
বাংলা কবি গানের আদি পুরুষেদের অন্যতম। কবিগানের জনক হিসেবে অভিহিত করা হয়ে থাকে।
তাঁর জীবনবৃত্তান্ত সবিশেষ জানা যায় না। অনেকে মনে করেন তিনি
১৭০৪ খ্রিষ্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দুর্গাদাস লাহিড়ির সম্পাদিত 'বাঙালির
গান' গ্রন্থে বলা হয়েছে যে, তাঁর সমসাময়িক কবিয়ালরা ছিলেন রাসু নৃসিংহ, লালু
নন্দ-লাল। অনেকে মনে করেন, এঁরা ছিলেন গোঁজলা গুই-য়ের শিষ্য।
এখন পর্যন্ত গোঁজলা গুই-য়ের রচিত একটি গান দুর্গাদাস লাহিড়ির সম্পাদিত
'বাঙালির গান' গ্রন্থে পাওয়া যায়। গানটি হলো-
এসো এসো চাঁদবদনি
এ রসে নীরস কোরো না ধ্বনি।
তোমাতে আমাতে একই অঙ্গ,
তুমি কমলিনী আমি সে ভৃঙ্গ,
অনুমানে বুঝি আমি সে ভুজঙ্গ,
তুমি আমার তায় রতনমণি।
তোমাতে আমাতে একই কায়া,
আমি দেহ প্রাণ তুমি লো ছায়া,
আমি মহাপ্রাণী তুমি লো মায়া,
মনে মনে ভেবে দেখো আপনি॥