..\corpus\gouri-prossonno\index.htm
শৈশবে তিনি সবচেয়ে আগ্রহী ছিলেন খেলাধুলায়। বড় হওয়ার সাথে সাথে ছবি আঁকার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন। পরে তাঁর প্রধান ক্ষেত্র হয় কবিতা ও সঙ্গীত। এই সূত্রে তিনি কিছুকাল অনুপম ঘটকের কাছে গান শেখেন।
প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তাঁর লেখা 
'বঁধু গো এই মধুমাস' গানটিতে শচিনদেব বর্মন নিজে সুর দিয়ে প্রথম রেকর্ড করেন। পরে 
ধীরে গীতিকার হিসেবে তিনি জনপ্রিয় হয়ে উঠেন। রেকর্ডে তার গান প্রকাশিত হওয়ার পর, 
তিনি ধীরে চলচ্চিত্রের জন্য গান লেখা শুরু করেন। অগ্নিপরীক্ষা, পথে হল দেরী, হারানো 
সুর, সপ্তপদী, দেয়া নেয়া, মরুতীর্থ হিংলাজ এবং আরও বহু সিনেমায় তাঁর লেখা গান 
জনপ্রিয় হয়েছিল। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের 
জগতকে যাঁরা মাতিয়ে রেখেছিলেন তিনি।
প্রায় দশ বছর ক্যানসার-এ আক্রান্ত হয়ে ১৯৮৬ খ্রিষ্টাব্দের ২০শে আগষ্ট-এ মৃত্যুবরণ 
করেন।
দেখুন: গৌরীপ্রসন্ন মজুমদারের রচিত গানের সংগ্রহ