জগদানন্দ রায়
(১৮৬৯-১৯৩৩ খ্রিষ্টাব্দ)
লেখক ও শিক্ষাবিদ।

১৮৬৯ খ্রিষ্টাব্দের ১৮ই সেপ্টেম্বর, ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা অভয়ানন্দ রায় ছিলেন কৃষ্ণনগরের জমিদার।  মায়ের নাম বসন্তসুন্দরী।

১৮৮৮ খ্রিষ্টাব্দে স্থানীয় বিদ্যালয় থেকেই প্রবেশিকা এবং ১৮৯০ খ্রিষ্টাব্দে কৃষ্ণনগর কলেজ থেকে এফ.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন।
পেশাগত জীবনে তিনি গড়াই-এর মিশনারি স্কুলে এবং পরে কৃষ্ণনগর সেন্ট জর্জ হাইস্কুলে কিছুদিন শিক্ষকতা করেন। এই সময় থেকে তিনি বিভিন্ন পত্র পত্রিকায় বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ লিখতেন। 'সাধনা' পত্রিকায় প্রকাশিত এরকম একটি প্রবন্ধের সূত্র ধরেই পত্রিকা সম্পাদক রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। রবীন্দ্রনাথের অনুরোধে তিনি প্রথম তাঁর প্রতিষ্ঠিত শিলাইদহের জমিদারিতে সেরেস্তার কাজ শুরু করেন। পরবর্তী সময়ে তিনি রবীন্দ্রনাথের পুত্রকন্যাদের গণিত ও বিজ্ঞান শেখানোর জন্য গৃহশিক্ষক নিযুক্ত হন। রবীন্দ্রনআথের আহ্বানে ১৯০১ খ্রিষ্টাব্দে তিনি শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত ব্রহ্মচর্য-বিদ্যালয়ে (ব্রহ্মচর্যাশ্রম) শিক্ষক হিসাবে যোগদান করেন। শিক্ষকতা ছাড়াও বিশ্বভারতীর গ্রন্থন বিভাগেও তিনি কাজ করেছেন। উল্লেখ্য তিনি ছিলেন শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রথম সর্বাধ্যক্ষ।

১৯২৫ খ্রিষ্টাব্দে তিনি 'রায় সাহেব' উপাধি লাভ করেন।
রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি সাধারণ মানুষের বিজ্ঞান চেতনা গড়ে তোলার জন্য সরল বাংলায় বিজ্ঞান বিষয়ক রচনা প্রকাশ করতে থাকেন।
১৩৩০ বঙ্গাব্দে নৈহাটিতে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনে তিনি ছিলেন বিজ্ঞান শাখার সভাপতি।
বিধুশেখর শাস্ত্রীর সঙ্গে তিনি ১৩২৬-২৭ বর্ষের 'শান্তিনিকেতন পত্রিকা' সম্পাদনা করেছেন। ১৩৩৪ বঙ্গাব্দে প্রকাশিত 'বার্ষিক শিশুসাথী' পত্রিকারও সম্পাদক ছিলেন তিনি।

১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৫শে জুন শান্তিনিকেতনে তিনি মৃত্যুবরণ করেন।

তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো

প্রকৃতি পরিচয়' ( ঢাকা, ১৩১৮ )
আচার্য জগদীশচন্দ্রের আবিষ্কার ( ঢাকা, ১৩১৯ )
বৈজ্ঞানিকী ( এলাহাবাদ, ১৩২০ )
প্রাকৃতিকী ( ১৩২১ )
জ্ঞানসোপান (১৩২১)
গ্রহনক্ষত্র ( ১৩২২ )
বিচিত্র সন্দর্ভ( ১৩২৪ )
সাহিত্য সন্দর্ভ ( ১৩২৪ )
সুকুমার পাঠ (১৩২৫ )
কনক পাঠ ( ১৩২৫ )
চয়ন (১৩২৬ )
পোকামাকড় (১৩২৬)
বিজ্ঞানের গল্প (১৩২৭)
গাছপালা (১৩২৮)
সাহিত্য সোপান (১৩২৯)
আদর্শ স্বাস্থ্যপাঠ (১৩৩০)
আদর্শ কাহিনী ( ১৩৩০)
মাছ-বেঙ-সাপ (১৩৩০)
বাংলার পাখী (১৩৩১)
শব্দ (১৩৩১)
পাখী (১৩৩১ )
বিজ্ঞান-প্রবেশ (১৩৩২)
বিজ্ঞান-পরিচয় (১৩৩২)
আলো (১৩৩৩)
গদ্য ও পদ্য (১৩৩৩)
সাহিত্য সৌরভ (১৩৩৩)
সঞ্চয়ন (১৩৩৩)
বিজ্ঞান-প্রকাশ (১৩৩৩ )
স্থির বিদ্যুৎ (১৩৩৫)
চুম্বক (১৩৩৫)
তাপ (এলাহাবাদ, ১৩৩৫)
চল বিদ্যুৎ (১৩৩৬)
পর্যবেক্ষণ শিক্ষা (১৩৩৮)
নক্ষত্র চেনা ( ১৯৩১)