ইমানুয়েল কান্ট
(Immanuel Kant)
(জন্ম এপ্রিল ২২, ১৭২৪ - মৃত্যু ফেব্রুয়ারি ১২, ১৮০৪)
জার্মান দার্শনিক। ইমানুয়েল্
কান্ট্, অষ্টাদশ শতকের একজন বিখ্যাত জার্মান দার্শনিক। বর্তমান রাশিয়ার
অন্তর্গত ও পূর্ব প্রুসিয়ার কোনিগসবের্গে (বর্তমান নাম কালিনিনগ্রাদ)-এ ১৭২৪
খ্রিষ্টাব্দের ২২ শে এপ্রিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা
ছিলেন ঘোড়ার জিন ব্যবসায়ী। পিতমাতার নয় সন্তানের ভিতরে তিনি ছিলেন দ্বিতীয়।
তাঁর পিতার পরিবার ছিল
প্রটেস্টান্ট খ্রিস্টান ধর্মমতের পাইটিস্ট শাখার অনুসারী। সেই সূত্রে তিনি প্রথমে একটি পাইটিস্টদের
পরিচালিত স্কুলে লেখাপড়া করেন। চার্চ নিয়ন্ত্রিত এই স্কুলের সূত্রে তিনি
নিয়মানুবর্তিতা, সময়নিষ্ঠা, মিতব্যয়িতা ও কঠোর পরিশ্রমের অভ্যস্থ হয়ে উঠেন।
১৭৩৭ খ্রিষ্টাব্দে বছর বয়সে তিনি মাকে হারান।
১৭৪০ খ্রিষ্টাব্দে তিনি কার্নিসবার্গ বিশবিদ্যালয়ে ভর্তি হন।
১৭৪৫ খ্রিষ্টাব্দে তাঁর পিতার মৃত্যু হয়। এই সময় থেকে তিনি নিজ খরচে লেখাপড়া
চালিয়ে যান এবং ১৭৪৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। এই বিশ্ববিদ্যালয়
থেকে তিনি ল্যাটিন ও গ্রিক ভাষা শেখেন। এর বাইরে তিনি গণিত, ভূগোল ও পদার্থবিদ্যা
নিয়ে লেখাপড়া করেন। এরই এক পর্যায়ে তিনি ভমার্টিন নুটজেন
নামক বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপকের প্রভাবে অধিবিদ্যা পাঠে আগ্রহী হয়ে ঊঠেন।
বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে তিনি প্রায় নয় বছর একটি পরিবারে গৃহশিক্ষকতা করেন।
এরপর প্রায় ৩০ বছর কার্নিসবার্গ বিশবিদ্যালয়ে শিক্ষকতা করেন।
১৭৮১ খ্রিষ্টাব্দে তাঁর 'দি ক্রিটিক অব পিওর রিজন' গ্রন্থ প্রকাশিত হলে তিনি
দার্শনিক হিসেবে সুপরিচিত হয়ে উঠেন। এরপর তাঁর রচিত দি ক্রিটিক অব প্র্যাকটিক্যাল
রিজন (১৭৮৮) ও দি ক্রিটিক অব দি পাওয়ার অব জাজমেন্ট (১৭৯০) গ্রন্থের সূত্রে
দর্শনজগতে বিশেষভাবে স্থান করে নিতে সক্ষম হন।
১৮০৪ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
ইমানুয়েল কান্টের উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে- থটস অন দ্য ট্রু ইস্টিমেশন অব
ভাইটাল ফোর্সেস (১৭৪৬), ইউনিভার্সাল ন্যাচারাল হিস্ট্রি এ্যান্ড থিওরি অব হেভেন
(১৭৫৫), দ্য ফলস সাবটলেটি অব দ্য ফোর সিলোজিসটিক ফিগারস (১৭৬২), দ্য অনলি পজিবল
আর্গুমেন্ট ইন সাপোর্ট অব আ ডেমনস্ট্রেশন অব দ্য এক্সিসটেশন অব গড (১৭৬৩),
ক্রিটিক অব পিওর রিজন (১৭৮১), প্রোলেগোমেনা টু এ্যানি ফিউচার মেটাফিজিক্স
(১৭৮৩), এ্যান আনসার টু দ্য কোয়েশ্চান : হোয়াট হয় এ্যানলাইটেন্টমেন্ট? (১৭৮৪),
গ্রাউন্ডওয়ার্ক অব দ্য মেটাফিজিক্স অব মোরালস (১৭৮৫), ক্রিটিক অব প্রাকটিক্যাল
রিজন (১৭৮৮), ক্রিটিক অব জাজমেন্ট (১৭৯০), রিলিজিয়ন উইথইন দ্য লিমিটস অব রিজন
এ্যালন (১৭৯৩), মেটাফিজিক্স অব মোরালস (১৭৯৭) ও এ্যানথ্রুপলজি ফ্রম আ
প্রাগম্যাটিক পয়েন্ট অব ভিউ (১৭৯৮)। - See more at:
http://bangla.thereport24.com/article/101034/index.html#sthash.1tUPpeyY.dpuf