কৃত্তিবাস ওঝা
১৩৯৯-১৪৩৩ খ্রিষ্টাব্দ।

মধ্যযুগীয় কবি। তার জন্মকাল নিয়ে নানারকমের মত রয়েছে। এই সব বিতর্ক থেকে অনুমান করা যায় যে, তিনি ১৪০০ খ্রিষ্টাব্দের শুরুর দিকে জন্মগ্রহণ করেছিলেন। জন্মস্থান ছিল নদীয়ার ফুলিয়া গ্রাম। পিতার নাম বনমালী এবং মায়ের নাম মালিনী বা মেনকা।

১৪১৩ খ্রিষ্টাব্দ থেকে ১৪৪২ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা অস্থির হয়ে উঠছিল, রাজা গণেশ, মুসলমান দরবেশদের বিদ্রোহ, জালালউদ্দীন, মহেন্দ্রদেব, সামসুদ্দিন আহমেদে সিংহাসনের দ্বন্দ্বে। অনেকেই মনে করেন ১৪১৮-১৪৩১ খ্রিষ্টাব্দের ভিতর কবি কৃত্তিবাস অনুবাদ করেছিলেন রামায়ণ। বর্তমানে এই গ্রন্থটি 'কৃত্তিবাসী রামায়ণ' নামে পরিচিত। তবে রচনাকাল নিয়ে কিছুটা মতভেদ আছে।

১৮০২-০৩ খ্রিষ্টাব্দের ভিতরে এই গ্রন্থটি শ্রীরামপুর থেকে প্রথম মুদ্রিত হয়। পরে ১৮৩০-৩৪ খ্রিষ্টাব্দের ভিতরে জয়গোপাল তর্কালঙ্কা দুই খণ্ডে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছিল।


সূত্র: