কৃষ্ণকমল গোস্বামী
(১৮১০-১৮৮৮ খ্রিষ্টাব্দ)
যাত্রাপালাকার এবং পদকর্তা।
 

১৮১০ খ্রিষ্টাব্দে নদীয়া জেলার অন্তর্গত ভাজনঘাট গ্রামে এক বৈদ্যবংশে জন্মগ্রহণ করেন। পিতার নাম মুরলীধর গোস্বামী। সাত বৎসর বয়সে কৃষ্ণকমলকে বৃন্দাবনে ব্যাকরণ শিক্ষার জন্য পাঠানো হয়। ছয় বছর পর তিনি নবদ্বীপে এসে এই শিক্ষা শেষ করেন। এরপর হুগলি জেলার সোমডা-বাঁকিপুর গ্রামে বিবাহ করেন। জীবিকার জন্য তিনি বেশ কিছুদিন ঢাকাতে কাটান। এই সময় পালাগান ও পদ রচনার জন্য 'বড় গোঁসাই' নামে খ্যাত হন।

তিনি বেশ কয়েকটি পালা রচনা করেন। এর ভিতরে উল্লাখযোগ্য গ্রন্থগুলো হলো- 'রাই উন্মাদিনী', 'স্বপ্ন-বিলাস', 'সুবল-সংবাদ', 'নন্দহরণ', 'বিচিত্রবিলাস', 'ভরতমিলন', 'গন্ধমিলন', কালীয়দমন', 'নিমাই সন্ন্যাস'।
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে তাঁর ২২টি কবিগানের নমুনা পাওয়া যায়।
 


সূত্র :