মিথুন দে
রাগসঙ্গীত শিল্পী ও শিক্ষক

তাঁর প্রকৃত নাম রমণীমোহন দে। তবে তিনি মিথুন দে নামেই সর্বাধিক পরিচিত ছিলেন।

১৯১৪ খ্রিষ্টাব্দের ৪ঠা জুলাই ময়মনসিংহ জেলার আকুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা পেয়ারিমোহন দে ছিলেন বংশীবাদক। তাঁর মায়ের নাম ছিল শ্যামসুন্দরী দে। শৈশবে তাঁর পিতার মৃত্যুর কারণে, নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হন।
শৈশব থেকে তিনি সঙ্গীতের প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন। তিনি তবলা শিখেছিলেন পণ্ডিত বিপিন রায় এবং পণ্ডিত বিষ্ণু মিশ্রের কাছে। অন্যদিকে কণ্ঠ সঙ্গীতে তালিম নিয়েছিলেন পণ্ডিত শৈলেশ রায়ের কাছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ছায়ানটতবলা এবং রাগ সঙ্গীতের শিক্ষক ছিলেন।

সন্তানাদি: চার পুত্র ও পাঁচ কন্যা। এঁদের ভিতর তাঁর বড় মেয়ে ভারতী দে এবং দুই ছেলে সঞ্জীব দে এবং অসিত দে নিষ্ঠার সাথে সঙ্গীতশিক্ষা গ্রহণ করেন। উল্লেখ্য সঞ্জীব দে ছায়ানটে তবলা রাগ সঙ্গীত বিভাগে শিক্ষকতা করেছেন কিছুদিন। অসিত দে বর্তমানে ছায়নটের শুদ্ধসঙ্গীত বিভাগের শিক্ষক।