বঙ্গীয় ত্রয়োদশ শতাব্দীর
প্রখ্যাত পালাগান রচয়িতা। সর্বসাধারণের কাছে তিনি মধুকান নামে পরিচিত
ছিলেন।
১২২৫ বঙ্গাব্দে যশোহর জেলার অন্তর্গত বনগ্রাম মহকুমার উলুশিয়া গ্রামে
জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল তিলকচন্দ্র কিন্নর। তিলকচন্দ্রের চার
পুত্রের ভিতর মধুসূদন ছিলেন বড়। পিতার আর্থিক দুরবস্থার জন্য প্রাথমিক
শিক্ষাও ঠিক মতো শেষ করতে পারেন নি। কথিত আছে তিনি যথকিঞ্চিৎ পড়তে পারতেন
কিন্তু লিখতে পারতেন না। কিন্তু তাঁর রচিত গান ও পালা রচনা দেখে এরূপ মনে
হয় না। তাঁর রচনায় পাওয়া যায় অপূর্ব শব্দবিন্যাস এবং অনুপ্রাস ও যমকের
ব্যবহার।
১২৭৫ খ্রিষ্টাব্দে ঢপ গান পরিবেশন করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে তাঁর ১২৬টি গানের নমুনা পাওয়া যায়।
সূত্র :
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমি,
এপ্রিল ২০১। পৃষ্ঠা: ৩৩৩-৩৬০।