মোজাফ্ফর আহমদ, অধ্যাপক
১৯৬৬ খ্রিষ্টাব্দে অধ্যাপিকা রওশন জাহানের
সাথে তাঁর বিবাহ হয়। এঁদের দুই ছেলে সিরাজুল আমিন ও মমতাজুল করিম এবং একমাত্র মেয়ে
সোহেলা নাজনীন। এরপর ইনি যোগ দেন ইপিআইডিসিতে। ১৯৭১ খ্রিষ্টাব্দে মুক্তিযুদ্ধের পর
স্বাধীন বাংলাদেশে ১৯৭২ খ্রিষ্টাব্দে পরিকল্পনা কমিশনে যোগ দেন। ১৯৭৪ খ্রিষ্টাব্দে
সেপ্টেম্বরে পরিকল্পনা কমিশন ছেড়ে দেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন
ইনস্টিটিউটে (আইবিএ) যোগদান করেন অধ্যাপক হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি
বিভাগের সাবেক এই শিক্ষক জিয়াউর রহমান সরকারের শিল্পবিষয়ক উপদেষ্টা ছিলেন।
দীর্ঘ ৩০ বছর এখানে অধ্যাপনা করে ২০০৪ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করেন। ২০০৮
খ্রিষ্টাব্দে একুশে পদক পান অধ্যাপক ড. মোজাফ্ফর। দেশ-বিদেশে তাঁর একাধিক বই ও
প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ ছাড়া কাজ করেছেন ইউনেসকোসহ একাধিক আন্তর্জাতিক
প্রতিষ্ঠানে। তিনি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক
সভাপতি। সবশেষ তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন
করছিলেন।
তিনি অর্থনীতিবিদ হলেও স্বাস্থ্য ও জাতীয়
শিক্ষা ব্যবস্থান উন্নয়নে তাঁর বিশেষ আগ্রহ ছিল। এই সব বিষয়ের নানাবিধ কর্মকাণ্ডের
পাশাপাশি তিনি সক্রিয় ছিলেন পরিবেশ আন্দোলন, মানবাধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা আর
দুর্নীতিবিরোধী আন্দোলনে। দীর্ঘদিন ধরে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে
আসছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনসহ বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনে তার ভূমিকা
ছিল অগ্রগণ্য। তিনি ছিলেন নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি পরিবেশবাদী ও
মানবাধিকার সংগঠক ছিলেন। এসব কাজের জন্য তিনি রাজনীতিবিদদের কাছে সমালোচিত ও
নিন্দিত হলেও, তিনি তাঁর লক্ষ্যে ছিলেন অবিচল। কারণ, দেশের মানুষের জন্যই তিনি এসব
করতেন, নিজের জন্য নয়। সৎ ও নির্লোভ ব্যক্তি হিসেবেও তাঁর সুনাম ছিল।
অধ্যাপক মোজাফ্ফর আহমদ ২০১২খ্রিষ্টাব্দের ২২শে মে রাত ১১টা ২২ মিনিটে মৃত্যু বরণ
করেন। আজিমপুর কবরস্থানে তাঁর মায়ের কবরের ওপরই সমাহিত করা হয়।