মৃদুলকান্তি চক্রবর্তী
সংগীত শিল্পী, সঙ্গীত গবেষক, শিক্ষক।

১৯৫৫ খ্রিষ্টাব্দে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতার নাম মনোরঞ্জন চক্রবর্তী এবং মায়ের নাম দীপালী চক্রবর্তী। এঁদের সাত পুত্রকন্যার মধ্যে মৃদুলকান্তি ছিলেন তৃতীয় । তাঁর বাবা ভালো বাঁশি বাজাতেন ও মা সেতার বাজাতেন। বড়ভাই মৃণালকান্তি তবলা বাদনে পারদর্শী ছিলেন।

শৈশব-কৈশোরে পারিবারিক পরিমণ্ডলে সংগীত চর্চা শুরু হয়। বড় বোন রত্না চক্রবর্তীর কাছে সংগীত শিক্ষা লাভ করেন।

১৯৭১ খ্রিষ্টাব্দে তিনি এবং বড় বোন রত্না চক্রবর্তী ভারতের মেঘালয়ে শিলং, বালাট এবং মাইলাম শরণার্থী শিবিরে- মুকুন্দ দাশ, রবীন্দ্রনাথ ও নজরুলের গান করে উৎসাহ জুগিয়েছেন। এই সময় তিনি ‘বাংলাদেশ বুলেটিন’ নামে একটি পত্রিকা বিক্রি করে যে অর্থ পেতেন তা জমা দিতেন তৎকালীন ন্যাপ নেতা প্রয়াত পীর হাবিবুর রহমানের কাছে।

১৯৭২ খ্রিষ্টাব্দে সিলেট বেতার কেন্দ্রে তিনি নিয়মিত রবীন্দ্রসংগীত পরিবেশন করতেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত হয়ে বৃত্তি লাভ করে শান্তিনিকেতন যান এবং সেখানকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বি.মিউজ বিষয়ে ভর্তি হন।
১৯৭৭ খ্রিষ্টাব্দে সর্বভারতীয় যুব উৎসবে বিশ্বভারতীর ছাত্র হিসেবে যোগদান করেন। এই প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন।

১৯৮০ খ্রিষ্টাব্দে সেখানকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি.মিউজ পাশ করেন। ১৯৮০ খ্রিষ্টাব্দে একই বিশ্ববিদ্যালয় থেক এম.মিউজ পাশ করেন।১৯৯৪ খ্রিষ্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার অভিসন্দর্ভের নাম ছিল- ‘‘বাংলা সংগীতের ধারা ও লোকসংগীতের সুরে রবীন্দ্র সংগীত’’ (অষ্টম থেকে বিংশ শতাব্দী। শান্তিনিকেতনে নানা সংগীত গুণীজনের সংস্পর্শে আসেন। প্রাচীন বাংলাগান ও রবীন্দ্র সংগীত - রাগ সংগীতে তালিম নেন স্বর্গীয় মন্মথনাথ রায়, অশেষ বন্দ্যোপাধ্যায়, মোহন সিং খাঙ্গুরা, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, গোরা সর্বাধিকারী, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, ভিভি ওয়াঝলওয়ার, দেবেন দাস বাউল-এর কাছে।

শান্তিনিকেতন থেকে ফিরে তিনি টেলিভিশনে নিয়মিত সংগীত শিল্পী হিসেবে যুক্ত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত কোর্স চালু হলে, এই বিভাগে তিনি অধ্যাপনার হিসেবে যোগদান করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, সংগীত বিভাগে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও ফরেন সার্ভিস একাডেমী আয়োজিত সংগীত বিষয়ে পাঠদান ও প্রশিক্ষণ প্রদান করেছেন।

অধ্যাপক মৃদুলকান্তি বিভিন্ন সময়ে দেশে-বিদেশে আমন্ত্রণে সংগীত বিষয়ক বক্তৃতা, পারফর্মমেন্স এবং আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। ভারত, ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা ও মরক্কোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও
Lecture Demonstration প্রদান করেন।

২০১১ খ্রিষ্টাব্দের ১৫ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন।

প্রকাশনা
হাসনরাজা তাঁর গানের তরী, বাংলা গানের ধারা, গানের ঝরণাতলায়, লোকসংগীত, সংগীত সংলাপ, হাজার বছরের বাংলা গান, বাউলকবি লালন ও তাঁর গান।

শ্রুতি প্রকাশনা:
অধরা মাধুরী (রবীন্দ্রসঙ্গীত), সুরশ্রীবাদন (রাগসংগীত, রবীন্দ্রসংগীত,লোকসংগীত ও আধুনিক গানের সুর)
হারামানিক (হারিয়ে যাওয়া লোকগান ও লোকসুর নিয়ে ৫টি কণ্ঠসংগীত,উদ্ভাবিত যন্ত্র সুরশ্রীতে ২টি লোকসুর পরিবেশন)।

পরিবার:
জয়া চক্রবর্তী
মনস্বী চক্রবর্তী।