নারায়ণচন্দ্র বসাক
রাগসঙ্গীতের শিল্পী ও শিক্ষক

আনুমানিক ১৯১২ খ্রিষ্টাব্দের দিকে তিনি পাবনা শহরে জন্মগ্রহণ করেন।

রাগসঙ্গীত শেখার জন্য তিনি কলকাতা যান। শেখানে তিনি হরিহর শুক্লার কাছে সঙ্গীতের তালিম নেন। এর মাঝে তিনি কিছুদিন চিন্ময় লাহিড়ীর কাছে রাগ সঙ্গীতের তালিম নেন।

কলকাতা থেকে ফিরে তিনি রাগ সঙ্গীতের শিক্ষক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৭৪ খ্রিষ্টাব্দের দিকে ছায়ানটে রাগসঙ্গীতের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। ছায়ানট ছাড়া তিনি সেগুন বাগিচার কলেজ অব মিউজিক, মিউজিক একাডেমী, বুলবুল ললিতকলা একাডেমীতে রাগসঙ্গীতের শিক্ষক হিসেবে শিক্ষাদান করেছেন।

১৯৮৭ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।