৫৩ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৫২ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৫ বঙ্গাব্দ (রবিবার৫শে মে ১৯৫২ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৬০ বঙ্গাব্দ (রবিবার ২ শে মে ১৯৫৩ খ্রিষ্টাব্দ)


-৩১ মে ১৯৫২ (১১-১ জ্যৈষ্ঠ ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

২৫মে (রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৩৫৯)ম নজরুলের বুলবুল নামক গীতিগ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়।  প্রকাশক: মিসেস প্রমীলা নজরুল। ১৬ নম্বর রাজেন্দ্রলাল স্ট্রিট। কলিকাতা-৬। ৃষ্ঠা: ১০২। মূল্য আড়াই টাকা। এতে ১০১টি গান সংকলিত হয়েছিল।

২৬শে মে (সোমবার ১২ জ্যৈষ্ঠ ১৩৫৯), নজরুলের তৃতীয় উপন্যাস কুহেলিকার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশক: প্রমীলা নজরুল ইসলাম। ১৬ রাজেন্দ্রলাল স্ট্রিট। কলিকাতা-৬। মুদ্রাকর: সুপ্রসাদ চৌধুরী, ফিনিক্স প্রিন্টিং, ওয়ার্কস, ১৫/১ এ কালিদাস সিংহ লেন, কলকাতা-৯। পৃষ্ঠা-১৭০। মূল্য ২.৫০ টাকা।

জুন৯৫২ (১ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

২৭ জুন (শুক্রবার ১১ আষাঢ় ১৩৫৯), শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সভাপতিত্বে কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে, নজরুলের চিকিৎসার জন্য 'নজরুল নিরাময় সমিতি' গঠন করা হয়। এই সমিতির পরিচালকরা ছিলেন-

২৯ জুন (রবিবার ১৫ আষাঢ় ১৩৫৯), নজরুলের বন-গীতি নামক গীতিগ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশক: প্রমীলা নজরুল ইসলাম। ১৬ রাজেন্দ্রলাল স্ট্রিট। কলিকাতা-৬। মুদ্রাকর: সুপ্রসাদ চৌধুরী, ফিনিক্স প্রিন্টিং, ওয়ার্কস, ১৫/১ এ কালিদাস সিংহ লেন, কলকাতা-৯। পৃষ্ঠা-১০২। মূল্য ২.৫০ টাকা।

জুলাই
৯৫২ (১৭ আষাঢ়-১৫ শ্রাবণ ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। তবে আগের মাসে গঠিত 'নজরুল নিরাময় সমিতি'-র উদ্যোগে নজরুলকে রাচির মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তাঁকে রাচিতে পাঠানো হয়েছিল ২৫ জুলাই (বুধবার ৮ শ্রাবণ ১৩৫৮)। এই সময় তাঁর সাথে ছিলেন প্রমিলা নজরুল। সেখানে অধ্যক্ষ মেজর ডেভিড নজরুলকে পরীক্ষা করেন এবং রোগ নির্ণয় করতে ব্যর্থ হন।

আগষ্ট
৯৫২ (১৬ শ্রাবণ-১৫ ভাদ্র ১৩৫)
এই মাসে নজরুল  রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

সেপ্টেম্বর৯৫২ (১৬ ভাদ্র -১৪ আশ্বিন ১৩৫)
এই মাসে নজরুল  রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান।

অক্টোবর৯৫২ (১৫ আশ্বিন-১৪ কার্তিক ১৩৫)
এই মাসে নজরুল  রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

নভেম্বর ১৯৫২ (১৫ কার্তিক -১৪ অগ্রহায়ণ ১৩৫)
এই মাসে নজরুল  রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

ডিসেম্বর ১৯৫২ (১৫ অগ্রহায়ণ - ১৬ পৌষ ১৩৫৯
)
এই মাসে নজরুল  রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
 
এই মাসে নজরুলের জুলফিকার নামক গীতিগ্রন্থের  সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশক: প্রমীলা নজরুল ইসলাম। ১৬ রাজেন্দ্রলাল স্ট্রিট। কলিকাতা-৬। মুদ্রাকর: শ্রী পরেশচন্দ্র ঘোষ, পরাণ প্রেস ৫৭/২ কেশবচন্দ্র স্ট্রিট।  কলকাতা। পৃষ্ঠা: ৬+৭৬। মূল্য: ২ টাকা। এতে প্রথম সংস্করণের ২৪টি গান ছাড়া অতিরিক্ত ২৪টি গান অন্তর্ভুক্ত হয়েছিল।

জানুয়ারি৯৫৩ (১৭ পৌষ-১৮ মাঘ ১৩৫)
এই মাসে নজরুল  রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

ফেব্রুয়ারি৯৫৩ (১৯ মাঘ-১৬ ফাল্গুন ১৩৫)
এই মাসে নজরুল  রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

মার্চ৯৫৩  (১৭ ফাল্গুন-১৭ চৈত্র ১৩৫৯)
এই মাসে নজরুল  রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এপ্রিল৯৫৩  (১৮ চৈত্র ১৩৫৯-১৭ বৈশাখ ১৩৬০)
এই মাসে নজরুল  রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

১- ২ মে ১৯৫৩ (১ বৈশাখ -১০ জ্যৈষ্ঠ ১৩৬০)
নজরুল  রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নজরুল নিরাময় সমিতি উন্নততর চিকিৎসার জন্য নজরুলকে ইউরোপে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এই সূত্রে ১০ই মে (রবিবার ১৭ বৈশাখ ১৩৬০), নজরুল নিরাময় সমিতির উদ্যোগে নজরুলে নিয়ে লণ্ডনের উদ্দেশ্যে ‌জল আজাদ' নামক জাহাজে করে রওনা দেয়। তাঁর সাথে ছিলেন নজরুল পুত্র অনিরুদ্ধ, স্বেচ্ছাসেবিকা মিস ললিতা ঘোষ, নিরাময় সমিতির সহ-সম্পাদক ডা: রফিকউদ্দীন, প্রখ্যাত নিউরো-সার্জন ডা. অশোক বাগচী।

এই মাসে রেক্র্ডে বা পত্রিকায় প্রকাশিত কোনো রচনার সন্ধান পাওয়া যায় নি