৫৩
বৎসর অতিক্রান্ত বয়স২৭ জুন (শুক্রবার ১১ আষাঢ় ১৩৫৯), শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সভাপতিত্বে কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে, নজরুলের চিকিৎসার জন্য 'নজরুল নিরাময় সমিতি' গঠন করা হয়। এই সমিতির পরিচালকরা ছিলেন-
২৯ জুন (রবিবার ১৫ আষাঢ় ১৩৫৯), নজরুলের বন-গীতি নামক
গীতিগ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশক: প্রমীলা নজরুল ইসলাম। ১৬
রাজেন্দ্রলাল স্ট্রিট। কলিকাতা-৬। মুদ্রাকর: সুপ্রসাদ চৌধুরী, ফিনিক্স প্রিন্টিং,
ওয়ার্কস, ১৫/১ এ কালিদাস সিংহ লেন, কলকাতা-৯। পৃষ্ঠা-১০২। মূল্য ২.৫০ টাকা।
জুলাই ১৯৫২ (১৭ আষাঢ়-১৫ শ্রাবণ ১৩৫৯)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
তবে আগের মাসে গঠিত 'নজরুল নিরাময় সমিতি'-র উদ্যোগে নজরুলকে
রাচির মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তাঁকে রাচিতে পাঠানো হয়েছিল ২৫
জুলাই (বুধবার ৮ শ্রাবণ ১৩৫৮)। এই সময় তাঁর সাথে ছিলেন প্রমিলা নজরুল। সেখানে
অধ্যক্ষ মেজর ডেভিড নজরুলকে পরীক্ষা করেন এবং রোগ নির্ণয় করতে ব্যর্থ হন।
আগষ্ট ১৯৫২ (১৬
শ্রাবণ-১৫ ভাদ্র ১৩৫৯)
এই মাসে নজরুল
রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত
হয় নি।
সেপ্টেম্বর ১৯৫২ (১৬
ভাদ্র -১৪ আশ্বিন ১৩৫৯)
এই মাসে নজরুল
রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান।
অক্টোবর ১৯৫২ (১৫
আশ্বিন-১৪ কার্তিক ১৩৫৯)
এই মাসে নজরুল
রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
জানুয়ারি ১৯৫৩ (১৭ পৌষ-১৮ মাঘ ১৩৫৯)
এই মাসে নজরুল
রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত
হয় নি।
ফেব্রুয়ারি ১৯৫৩ (১৯ মাঘ-১৬ ফাল্গুন ১৩৫৯)
এই মাসে নজরুল
রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত
হয় নি।
মার্চ ১৯৫৩ (১৭ ফাল্গুন-১৭
চৈত্র ১৩৫৯)
এই মাসে নজরুল
রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
এপ্রিল ১৯৫৩ (১৮ চৈত্র
১৩৫৯-১৭ বৈশাখ ১৩৬০)
এই মাসে নজরুল
রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত
হয় নি।
১- ২৪ মে ১৯৫৩ (১৮
বৈশাখ -১০ জ্যৈষ্ঠ ১৩৬০)
নজরুল রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নজরুল নিরাময় সমিতি উন্নততর
চিকিৎসার জন্য নজরুলকে ইউরোপে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এই সূত্রে ১০ই মে (রবিবার
১৭ বৈশাখ ১৩৬০), নজরুল নিরাময় সমিতির উদ্যোগে নজরুলে নিয়ে লণ্ডনের উদ্দেশ্যে জল
আজাদ' নামক জাহাজে করে রওনা দেয়। তাঁর সাথে ছিলেন নজরুল পুত্র অনিরুদ্ধ,
স্বেচ্ছাসেবিকা মিস ললিতা ঘোষ, নিরাময় সমিতির সহ-সম্পাদক ডা: রফিকউদ্দীন, প্রখ্যাত
নিউরো-সার্জন ডা. অশোক বাগচী।
এই মাসে রেক্র্ডে বা পত্রিকায় প্রকাশিত কোনো রচনার সন্ধান পাওয়া
যায় নি