রাজেশ্বরী দত্ত
(১৯২০ -১৯৭৬ খ্রিষ্টাব্দ)
বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী।

১৯২০ খ্রিষ্টাব্দের ১০শে এপ্রিল জন্মগ্রহণ। পাঞ্জাবি বংশোদ্ভূতা এই শিল্পীর পূর্ববর্তী নাম ছিল রাজেশ্বরী বাসুদেব। বিশিষ্ট কবি সুধীন্দ্রনাথ দত্তের সাথে বিবাহের পর, তাঁর নতুন নাম হয় রাজেশ্বরী দত্ত।

তিনি
শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ও দিনেন্দ্রনাথ ঠাকুরের কাছে রবীন্দ্রসঙ্গীত শেখেন। রবীন্দ্রনাথের কালে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে শান্তিনিকেতনের বিখ্যাত পঞ্চকন্যাদের একজন। অপর চারজন হলেন কণক দাস, সাহানা দেবী, অমিয়া ঠাকুর, মালতী ঘোষাল

জন্মগতসূত্রে তিনি অবাঙালি হলেও, তাঁর রবীন্দ্রসঙ্গীত শুনলে উচ্চারণের ত্রুটি লক্ষ্য করা যায় না। তাঁর গানে রবীন্দ্রসঙ্গীতের ঢংটাও পাওয়া যায়। রাগাশ্রী গানে তিনি সাবলীল ছিলেন।  'এ কি করুণা করুণাময়',  'অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া', 'এ মোহ আবরণ খুলে দাও' গানগুলিতে রবীন্দ্রসঙ্গীতের ঢং রেখেও রাগের আবেশ রেখেছেন কুশলতার সাথে। 

১৯৭৬ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।