রামানন্দ
হিন্দু দেবতা বিষ্ণুর অনুসারী বি ও অধ্যাত্নিক সাধক।

খ্রিষ্টীয় চতুর্দশ শতাব্দীতে ভারতের উত্তর প্রদেশের অন্তর্গত প্রয়াগের (এলাহাবাদ) একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ধারণা করা হয় ১৩০০ থেকে ১৩৮০ খ্রিষ্টাব্দের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন।  তাঁর পিতামাতার পরিচয় বিশেষভাবে জানা যায় না।

তিনি শৈশব থেকে বিষ্ণুভক্ত ছিলেন। তিনি প্রাথমিক ধর্ম শিক্ষা গ্রহণ করেন আদি শঙ্করার বেদান্ত টোলে। পরে তিনি ধর্মগুরু রাঘবানন্দের কাছে দীক্ষা নেন। এই গুরু কাছে তিনি বেদান্ত ও বিষ্ণুর অবতারদের পাঠ গ্রহণ করেন। ধর্ম সাধনার পাশাপাশি তিনি বহু অধ্যাত্মিক কবিতা রচনা করেন। তবে তাঁর নামে প্রচারিত অনেক কবিতাই 'ব্যক্তি আন্দোলন'-এর কবিরা রচনা করেছিলেন বলে ধারণা করা হয়। তিনি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন একাদশ শতাব্দীর দক্ষিণ ভারতীয় বেদান্ত দার্শনিক রামানুজের দ্বারা। অনেকে মনে করেন যে, তিনি প্রাচীন ভারতের নাথপন্থীদের মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিলেন।

রামানন্দের ধর্ম দর্শন অনুসারে তাঁর শিষ্যরা সৃষ্টি করেছিলেন 'নির্মোহী আখড়া' নামক একটি ধর্মীয় সংগঠন। অনেকে মনে করেন যে, 'নির্মোহী আখড়া' তিনিই তৈরি করেছিলেন। 

ধারণা করা হয়- তিনি ১৪৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন।
 

সূত্র: