রাম বসু
১৭৮৬-১৮২৮ খ্রিষ্টাব্দ
কবিয়াল

১৭৮৬ খ্রিষ্টাব্দে হাওড়া জেলার অন্তর্গত শালিখা গ্রামে জন্মগ্রহণ করেন। জোড়াসাঁকোর পিসির বাড়িতে থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। এই সময় তিনি প্রায়ই কলার পাতে কবিতা লিখতেন। এরপর তিনি কিছুটা ইংরেজি ভাষা শিখে একটি অফিসে কেরানি পদে যোগদান করেন। এই সময় তিনি তৎকালীন ভবাণী বণিক, নীলু ঠাকুর, মোহন সরকার, ঠাকুরদাস সিংহের দলে নিয়মিত গান রচনা করে পাঠাতেন। এই সূত্রে তাঁর কাব্যখ্যাতি চারদিক ছড়িয়ে পড়ে। অবশেষে তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজেই একটি কবিগানের দল তৈরি করেন। ১৮২৮ খ্রিষ্টাব্দে তিনি মুর্শিদাবাদের কাসিমপুর রাজবাড়িতে কবি-গান পরিবেশন করতে যান এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।


বিরহ-সঙ্গীত রচনায় তাঁর বিশেষ মুন্সিয়ানা ছিল। এই কারণে সেকালে তিনি 'বিরহ-সঙ্গীত রাজা' নামে খ্যাতি পেয়েছিলেন। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত 'বাঙালির গান' গ্রন্থে এঁর ১০৩টি গান পাওয়া যায়।