রঘুনাথ নায়ক
তা
ঞ্জোরের রাজা ও সঙ্গীতের একনিষ্ঠ পৃষ্টপোষক
।
সপ্তদশ শতকের মধ্যভাগে ইনি রাজত্ব করতেন
।
গোবিন্দ দীক্ষিতের সহায়তায় ইনি 'সঙ্গীত সুধা'
নামক একটি সঙ্গীত বিষয়ক গ্রন্থ প্রণয়ন করেছিলেন
।