রূপচাঁদ অধিকারী
কীর্তনিয়া।

মুর্শিদাবাদের বেলডাঙায় জন্মগ্রহণ করেন। পিতার নাম প্রাণকৃষ্ণ চট্টোপাধ্যায়। প্রথম জীবনে শ্রীমদ্ভাগবতের কথকতা করতেন। পরে তিনি ঢপ-কীর্তনের জন্য খ্যাতি লাভ করেন। তিনি মোহন দাসের দাসে 'ছুট' সঙ্গীত সৃষ্টি করে, ঢপকীর্তনে অভিনবত্ব দান করেন। তাঁর কীর্তনে মুগ্ধ হয়ে বেলডাঙার জমিদার জগৎশেঠ তাঁকে কয়েক বিঘা নিষ্কর জমি প্রদান করেন।


সূত্র: